রুমায় কেএনএফের বিরুদ্ধে বম সম্প্রদায়কে পাড়া ছাড়তে বলার অভিযোগ
সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে পাবর্ত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার বম সম্প্রদায়ের সাধারণ জনগণকে পাড়া ছেড়ে চলে যেতে বলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তারা বিলাইছড়ি উপজেলার দুইটি পাড়াতে নগদ অর্থ ও চাউল সংগ্রহ করারও অভিযোগ পাওয়া গেছে।
একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার (৫ জানুয়ারি) রাতে রুমা উপজেলার রেমাক্রি প্রাংশা ইউপির ১ নম্বর ওয়ার্ড এমটিএস পাড়ায় কেএনএফের ৫-৬ জন সদস্য আসে। এসময় পাড়াবাসীকে একত্র করে কেএনএফ সন্ত্রাসীরা বলে, জুমে চাষকৃত যত আদা, হলুদ ও অন্যান্য উৎপাদিত ফসল সামগ্রী দ্রুত বিক্রি করতে হবে। কারণ হিসেবে তার উল্লেখ করেন কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনীর সাথে কেএনএফের বড় যুদ্ধ হবে, মিজোরাম থেকে কেএনএফের অনেক সশস্ত্র সদস্য আসবে।
এদিকে গত ৪ ও ৫ জানুয়ারি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপির ১ নম্বর ওয়ার্ডের রাইমন ছড়া পাড়া এবং বুড়িক্কা ছড়া পাড়ায় কেএনএফের ৮-১০ জন সদস্য আসে। এ সময় গ্রুপটি পাড়াবাসীদের বলে, প্রতি পরিবার থেকে ৫-৭ কেজি চাউল ও নগদ ৫০০ টাকা আগামী ৭ অথবা ৮ জানুয়ারি মধ্যে রোয়াংছড়ি উপজেলার পংখরি পাড়া এলাকায় পৌঁছে দিতে হবে। অন্যথায়, গুলি করে মেরে ফেলা হবে।
পাড়াবাসীদের আরো বলে, সেনাবাহিনীর সাথে কেএনএফের বড় যুদ্ধ হবে। এজন্য তারা অর্থ এবং খাবার সংগ্রহ করছে।
ইতিমধ্যে কেএনএফ ও সেনাবাহিনীর মধ্যে বড় সংঘর্ষের পূর্বাভাসে রুমা উপজেলার বিভিন্ন বম পাড়া থেকে এক-দুইটি পরিবার মিজোরামে পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া জেলার উদ্যমী জাদিপাই পাড়া থেকে গত দু’দিনে ৮ পরিবার এবং জাদিপাই পাড়া থেকে ১০ পরিবার গোপনে পাড়া ছাড়ার খবর পাওয়া গেছে।