রুমায় ব্যবসা-প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি!
বান্দরবানের রুমায় থানা পাড়ায় চুরির ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট বাসিংঅং মারমার ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনায় ৫০-৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। সংঘবদ্ধ এ চোরের দলটি এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটিয়েছে। ফলে সবসময় চুরির আতঙ্ক থেকেই থাকে- এই থানা পাড়ার স্থানীয়দের মধ্যে।
চুরির ঘটনার শিকার বাসিংঅং মারমা জানান, ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চুরির সময় থানা পাড়ায় ছিলেন না।
তাঁর ভাষ্যমতে, পারিবারিক প্রয়োজনে তাঁর সহধর্মিণীকে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বান্দরবান জেলা সদরে যান। ১ অক্টোবর বিকালে থানা পাড়ায় নিজ বাসায় ফিরেন। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় দোকানে যাননি।
আজ বুধবার (২ অক্টোবর) সকাল সাতটার দিকে দোকান গিয়ে দেখতে পান, পিছনে দরজা খোলা। দরজাটি ভেঙ্গে দোকানে মালামাল নিয়ে গেছে। মালামালের মধ্যে ছিল – সোলার ব্যাটারি একটি, চকলেট বয়াম তিনটি, ফ্রিজিং মুরগী মাংস তিন কেজি, সিগারেট ১৩ কাটুন, সয়াবিন তেল ৮ লিটার, লবণ ১০ কেজি। এছাড়াও সাবান, টাইগার ও
সিদল (নাপ্পি) সহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে যায়।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাসিংঅং বলেন, এই চুরির ঘটনাটি এলাকায় বেশ পরিচিত ও চিহিৃত সংঘবদ্ধ চোরের দল ঘটিয়েছে বলে তাদের ধারণা। তাই দোষ স্বীকার করলে, তাদের কিছু করা হবেনা, এ শর্তে ওই সব সন্দেহভাজন ব্যক্তিদের ডেকে জিজ্ঞাসাবাদের জন্য পাড়ার স্থানীয় মুরব্বিদের নিয়ে আলোচনা করা হচ্ছে।
তবে চুরির ঘটনা বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। স্থানীয়ভাবে ফয়সালা না হলে থানায় অভিযোগ দেবেন বলে জানালেন বাসিংঅং মারমা।
রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, চুরি ঘটনার ভোক্তভোগীকে থানায় আসতে বলা হয়েছে। বিস্তারিত শুনে ব্যবস্থা নেয়া হবে।