রুমা বাজারে অধিক দামে পণ্য বিক্রির দায়ে দোকানদারকে জরিমানা
বান্দরবানের রুমা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশিদামে বিক্রির দায়ে এক দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান রুমা বাজারে দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিংয়ে যান।
মনিটরিংয়ের সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে দ্রব্য পণ্যের মূল্য যাচাই করেন। এ সময় এক ক্রেতা অভিযোগ করেন, এক মুদি দোকানদার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আব্দুল মান্নানের ছেলে মাহফুজুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ২,০০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে সাত দিনের দণ্ডাদেশ দেওয়া হয়।
এ সময় দোকানদারকে ভবিষ্যতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির পরামর্শ দেন ইউএনও আতিকুর রহমান এবং আইন অনুযায়ী এর ব্যত্যয় ঘটালে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে উল্লেখ করেন।
উপজেলা প্রশাসনের এই মনিটরিং কার্যক্রমে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা চান রুমা বাজার, সদরঘাট ও খক্ষ্যংঝিরি বাজারে নিয়মিত মনিটরিং চালিয়ে যাওয়া হোক।