রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে অবস্থান কর্মসূচি বুধবার

আগামী ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৪ বছর পূর্তি। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিতে বুধবার সকাল ১০টায় কক্সবাজার পৌর ভবনের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি।
এ উপলক্ষে সোমবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি নুরুল আজিম সওদাগর, মনজুর আলম সিকদার, নির্বাহী সদস্য আব্দুল হক নুরী, সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, সহসাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাম খাইর, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক মিজানুল করিম, মাস্টার এম জাবের, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, রোহিঙ্গাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোন ধরণের লেনদেন, উঠাবসা, কিংবা সামাজিক সম্পর্ক মানে দেশের ক্ষতি করা। দেশের আইন শৃঙ্খলার জন্য হুমকি এই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সরকারের পাশাপাশি নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব।
উপস্থিত ছিলেন- মো. কায়সার, শাহাদাত হোছাইন মুন্না, জিল্লুল করিম, তৌহিদুর রহমান, সাগর পাল সাজ, মো. রফিক, মামুন অর রশিদ, মো. আব্দুল জব্বার, মো. খোরশেদ আলম, শাহাব উদ্দিন, হারাধন রুদ্র সুজয়, রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন।