parbattanews

লকডাউন বাস্তবায়নে রাজস্থলী সড়কে সেনাবাহিনী

ঈদের পর সরকার ঘোষিত কঠোর লগডাউন বাস্তবায়নে রাঙামাটি জেলার রাজস্থলীতে মাঠে রয়েছে সেনাবাহিনী। ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা হতে এলাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পাশা পাশি পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়।

সেনাবাহিনীর সদস্যরা টহলের পাশা পাশি জনসচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। উপজেলা সদরের বাজারে, বাঙালহালিয়া বাজার, ইসলামপুর বাজারে বিনা প্রয়োজনে আসতে নিষেধ করা হচ্ছে। তাছাড়া কেনাকাটা করতে আসা জনগণকে দুরত্ববজায় রাখতে উদ্বুদ্ধ করা সহ দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সকলকে জানান।

দেখা যায়, রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে লগডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে। এ সময় হ্যান্ড মাইক নিয়ে কোভিট- ১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনা মানতে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। জরুরী প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে শারীরিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে আহ্বান জানান সেনা সদস্যরা।

Exit mobile version