সৌদিতে প্রবাসীর মৃত্যু


সৌদি আরবে অভিযান থেকে বাঁচতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে রিদোয়ান (২৭) নামের তরুণ প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) দিনগত রাত বাংলাদেশ সময় বারোটার দিকে মক্কাস্থ আল রূসেফা ডিস্ট্রিক্টকের খালেদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসী কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউপির ৭ নং ওয়ার্ড মোহনভিলা গ্রামের মৃত ফুরকান আহমদের কনিষ্ঠ সন্তান।
নিহতের চাচাতো ভাই রুহুল আমিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ নিহতের কর্মস্থল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে সৌদি পুলিশ।অভিযান থেকে বাঁচতে ভবনের ছাদের পাইপ বেয়ে নামতে গিয়ে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই ইসমাইলও সৌদি প্রবাসে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং সেখানে দাফনের চেষ্টা চলছে জানান। পরিবারে চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট এবং অবিবাহিত।
নিহতের এলাকার ইউপি সদস্য আবুল কাশেমও প্রবাসীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, বিগত ২০ বছর পূর্বে তার পিতা ফুরকান আহমদও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল। এ মৃত্যুর সংবাদে পরিবারে শোকের মাতম চলছে।
সৌদি আরব থেকে প্রবাসী আফনান জানান, গত ৮ মে কক্সবাজারের রামুর উপজেলার দক্ষিণ মিঠাছড়ির প্রবাসী সাইফুল ইসলাম (২৩) ও নুরুল আজাদ(২৩) নামের দুই প্রবাসীও অভিযান থেকে বাঁচতে পালানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। গত ১৫ মে তাদের মক্কাস্থ কবরস্থানে দাফন করা হয়।
এছাড়া ঈদগাঁও উপজেলার পোকখালী ইউপির মালমুরা এলাকার অপর এক প্রবাসীও দেয়াল টপকিয়ে পালাতে গিয়ে পা ও মেরুদন্ডে গুরুতর আঘাত পেয়ে গত ১৬ মে দেশে ফেরত এসেছে।
তিনি আরো জানান,আসন্ন পবিত্র হজ্ব পূর্ব মক্কার বহির এলাকার ভিসাধারিদের বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে যদি প্রবাসী মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সতর্ক করত তাহলে প্রবাসীরা এ গণ গ্রেফতার ও দূর্ঘটনার শিকার হতো না। তিনি এর জন্য সরকারের প্রবাসী মন্ত্রণালয়ের অবহেলাকে দায়ী করেন।