parbattanews

জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজস্থলী সাব জোনের সহায়তায় কম্বল বিতরণ

ডেয়ারিং টাইগার্স কাপ্তাই জোনের উদ্যাগে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নে ২৩ ইষ্ট বেঙ্গল রাজস্থলী সাব জোনের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল গাজী মিজানুল হক পি এস সি এর নির্দেশনায় প্রায় দেড় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় পাহাড়ি বাঙালি শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়েছেন কাপ্তাই জোনের জোন উপ অধিনায়ক মেজর ইয়াসির আদনান।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ক্যাপ্টেন সৌমিক ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুখলেছুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরণসহ নানামুখী জনকল্যাণমুখী কাজগুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান জোন উপ-অধিনায়ক মেজর ইয়াসির আদনান।

তিনি আরও বলেন, সন্ত্রাসী চাঁদাবাজরা কারো বন্ধু নয়, সকলে জাতির কাছে শত্রু। তাদের প্রতিহত করতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরে আনতে হবে।

Exit mobile version