প্রাচীন বাঁশের তৈরি ঢাবায় এখনো ধুমপান করেন অনেক উপজাতি

10927952_809372275799958_803592123_n

 রাজস্থলী প্রতিনিধি :

বাঁশের ঢাবা বা হোক্কা তৈরি করে উপজাতীয়রা ধুমপান করেন এখনো। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় উপজাতী নারী-পুরুষের মাঝে এটা ঐতিহ্যরূপ লাভ করেছে।

কাজের ফাঁকে ও অবসরে এভাবে ধুমপান পাহাড়ীদের অভ্যাস বটে। বাঁশের চোঙ্গার ভিতর পানি রেখে মাঝখানে ছিদ্র করে উপরিভাগ তামাক দিয়ে ধুমপান করা হয়।

এ ঢাবা উপজাতীয় চাকমাদের কাছে বেশির ভাগ দেখা যায়। বর্তমানে কালের আবর্তে এ ঢাবা বিলুপ্ত প্রায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন