অভিযানে নেমে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান পানছড়ির এসিল্যান্ড’র
স্বাস্থ্যবিধি না মানলে আপনাদেরই ক্ষতি তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। এমন মানবিক উপদেশ প্রদানের মাধ্যমেই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন পানছড়ির সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্টেট মো: নাজমুল হাসান।
রাস্তা-ঘাট, অফিস-আদালত, দোকানে মাস্ক নিয়ে প্রবেশ বাধ্যতামূলক করা, চা দোকান ও কুলিং কর্নারে খাবার ঢেকে রাখা, চেয়ার টেবিল পরিষ্কার রাখা, সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে পরামর্শ প্রদান করছেন তিনি। এসি ল্যান্ডের এমন মানবিক পরামর্শের কারণে পানছড়িতে দিন দিন মাস্ক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান স্থানীয়রা।
তবে ধারাবাহিকতা বজায় রেখে বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩টা থেকে পানছড়ি বাজার ও আশ-পাশ এলাকায় মাস্ক ব্যবহার না করায় সতের জনকে অর্থদণ্ড প্রদান করেন।