কুতুবদিয়ায় ৪১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

fec-image

কুতুবদিয়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে ৪১টি মন্ডপে। এর মধ্যে ১২টি প্রতিমা ও ২৯টি মন্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ছিল ১৩টি প্রতিমা মণ্ডপ।

উপজেলা পূজা উদযাপন  পরিষদ সূত্র জানায়, ৬ টি ইউনিয়নের মধ্যে বড়ঘোপ বাজারে কুতুবদিয়া কেন্দ্রীয় কালি মন্দির, মধ্যম বড়ঘোপ কৈবর্ত্য পাড়ায় বানেশ্বর কালি মন্দির, পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়ায় সর্বমঙ্গলা কালি মন্দির, দক্ষিণ ধূরুং নাথ পাড়ায় বিমল নাথের দুর্গা মন্দির ও ভবানী মহাজনের দুর্গা মন্দির, ধুপি পাড়ায় লেমশীখালী সর্বমঙ্গলা দুর্গা মন্দির, আলী আকবর ডেইল কুমিরা ছড়ায় রাধাকৃষ্ণ নন্দধাম মন্দির, বড়ঘোপ মগডেইলে রাধাগোবিন্দ দুর্গা মন্দির, উত্তর ধূরুং প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বড়ঘোপ মিয়ার ঘোনা মায়ের বাড়ি কালি মন্দির, পূর্ববড়ঘোপ কৈবর্ত্য পাড়ায় শ্রী শ্রী দুর্গা মন্দির এবং দক্ষিণ ধূরুং জলদাশ পাড়ায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যক্তিগত ভাবে ২৯টি বাড়িতে ঘটপূজার আয়োজন করা হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব সেন বলেন, প্রধান ধর্মীয় উৎসব প্রস্তুতি প্রায় শেষ। ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব।করোনাকালীন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সীমিত আয়োজনের মধ্য দিয়েই তারা ধর্মীয় উৎসব পালন করবেন। তবে প্রতি বছরের ন্যায় এবার আইনশৃঙ্খলায় পুলিশ বা আনসার মন্ডপগুলোতে পাহারায় অবস্থান করবেননা। টহলে থাকবে
বলে জানান তিনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আসন্ন দুর্গা পূজায় পুলিশ, আনসার বাহিনী মোবাইল টীম হিসেবে সবগুলো মন্ডপে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তিনি সহ উপজেলা নির্বাহি অফিসার প্রতিটি মন্ডপ পরিদর্শন করবেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন