অপারেশন ডেভিল হান্ট, খাগড়াছড়িতে ৪ নেতা আটক

fec-image

খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–টু’-এর আওতায় জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতার ব্যক্তি হলেন খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতের দিকে জেলা সদরের পানখাইয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এই অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ নিয়ে মাত্র গত দুই দিনে চারজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শনিবার রাতে পৃথক অভিযানে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তিন নেতাকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের সদস্য বোরহান উদ্দিন চৌধুরী, শান্তিনগর এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব এবং কুমিল্লা টিলা এলাকা থেকে পৌর যুবলীগ নেতা মো. রুবেল।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা, গোপন বৈঠক ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মাদ কায় কিসলু জানান, “নির্বাচনের আগে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপারেশন ডেভিল হান্টের আওতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন