আলীকদমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, আনসার ও পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান শেষে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদনী, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিনসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সময় উপস্থিত অতিথিরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

















