আলীকদমে সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

fec-image

‎বান্দরবানের আলীকদমে সেনা জোনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, মতবিনিময় সভা, শুভেচ্ছা উপহার প্রদান, খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ মানবিক কর্মসূচিতে শতাধিক ম্রো নারী-পুরুষ ও শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

‎রবিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবানের তত্ত্বাবধানে এবং আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের হল রুমে স্থানীয় মুরুং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আআলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাস এর পরিচালক ইয়ংলক ম্রোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি, পিএসসি।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম, নবাগত জোন কমান্ডার ৩১ বীর আলীকদম সেনাজোন লে. কর্নেল আশিকুর রহমান আশিক এসপিপি, পিএসসি,বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল শওকাতুল মোনায়েম পিএসসি, আলীকদম থানার অফিসার ইনচার্জ ওসি মীর্জা জহির উদ্দিন, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ স্থানীয় ম্রো কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি,পিএসসি। তিনি ম্রো জনগোষ্ঠীর জীবনযাপন,শিক্ষা,স্বাস্থ্যসেবা, ও মৌলিক চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

‎এসময় রিজিয়ন কমান্ডার ম্রো শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ করেন। পাশাপাশি ম্রো কল্যাণ ছাত্রাবাসের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা উপহার এবং উপস্থিত ম্রো সম্প্রদায়ের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়।

‎ফ্রি মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসক দল সাধারণ চিকিৎসা, শিশু ও মাতৃস্বাস্থ্য, ডেন্টাল সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য এ চিকিৎসাসেবা বিশেষ সহায়তা হিসেবে কাজ করছে।

‎স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্যরা জানান, সেনাবাহিনীর এসব মানবিক উদ্যোগ তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনছে। সেনাবাহিনীর অনেক ম্রো ছেলে-মেয়ে টেকনিক্যাল প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্থানে কর্মরত আছেন বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, ফ্রি মেডিকেল ক্যাম্প, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন