ইয়াবাসহ আটক আর্মড পুলিশের তিন সদস্য

fec-image

উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তাজনিমারখোলা) এলাকা থেকে ১৮০০ ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর তিন সদস্যকে আটক করা হয়েছে।

তারা হলেন- ৮ এপিবিএনের এসআই সোহাগ, কনস্টেবল মিরাজ ও নাজিম। এ সময় তাদের নিকট পাওয়া গেছে জাল টাকাও।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া থানা পুলিশ তাদের আটক করে। ইয়াবাসহ ৩ জনকে আটকের বিষয়টি শুক্রবার সকাল সোয়া দশটার দিকে মুঠোফোনে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খান।

তিনি জানান, মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে ইয়াবা বিক্রি করে দিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল এসআই সোহাগ। হেড মাঝি একরাম অপারগতা দেখান। পরে বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অভিযোগ করেন। অনুসন্ধানে গিয়ে এ ঘটনার সাথে তিন পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে ইয়াবা ও জাল টাকাসহ তাদের আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে এপিবিএনের তিন সদস্যকে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন