parbattanews

ইয়াবাসহ আটক আর্মড পুলিশের তিন সদস্য

প্রতীকী ছবি

উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তাজনিমারখোলা) এলাকা থেকে ১৮০০ ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর তিন সদস্যকে আটক করা হয়েছে।

তারা হলেন- ৮ এপিবিএনের এসআই সোহাগ, কনস্টেবল মিরাজ ও নাজিম। এ সময় তাদের নিকট পাওয়া গেছে জাল টাকাও।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া থানা পুলিশ তাদের আটক করে। ইয়াবাসহ ৩ জনকে আটকের বিষয়টি শুক্রবার সকাল সোয়া দশটার দিকে মুঠোফোনে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খান।

তিনি জানান, মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে ইয়াবা বিক্রি করে দিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল এসআই সোহাগ। হেড মাঝি একরাম অপারগতা দেখান। পরে বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অভিযোগ করেন। অনুসন্ধানে গিয়ে এ ঘটনার সাথে তিন পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে ইয়াবা ও জাল টাকাসহ তাদের আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে এপিবিএনের তিন সদস্যকে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Exit mobile version