ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় ব্যারিকেড স্থাপন


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে ২০ অক্টোবর সকালে বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ। বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এ বিষয়ে বলেন, এ ব্যারিকেড ব্যবহার করে কোনো প্রকার টোল আদায় করা হবে না। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটি অস্থায়ী বসানো হয়েছে।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) নুরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে রাত-দিন উক্ত রাস্তা ব্যবহার করে বালু -মাটি,বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেছে । চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন।
রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলম জানান, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, অস্থায়ী নয় এটা স্থায়ী ভাবে স্থাপন করা হউক।

















