ঈদগাঁও কলেজে চরম ফলাফল বিপর্যয় ৪৭৪ জনের মধ্যে উত্তীর্ণ ৮৪

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র কলেজ ঈদগাহ রশিদ আহমদ কলেজ ১৬ অক্টোবর দেশ জুড়ে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায় ,২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উক্ত কলেজের বিভিন্ন বিভাগ থেকে সর্বমোট ৪৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।এর মধ্যে প্রকাশিত ফলাফলে মাত্র ৮৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এতে তিন মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার সচেতন নাগরিক ও অভিভাবকদের ফলাফল নিয়ে  বিরুপ মন্তব্য করতে দেখা যায়। অনেকে এ ফলাফল বিপর্যয়ের জন্য কলেজ ব্যবস্থাপনাকে দায়ী করলেও আবার অনেকে অভিভাবকদের খামখেয়ালিপনা ও শিক্ষার্থীদের অতিমাত্রায় মোবাইল আসক্তিকে দায়ী করছেন।

অপরদিকে এ কলেজের এক কিলোমিটারের মধ্যে থাকা ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এইচএসসি সমমানের আলিম পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করেছেন। মোট ১১৩  জন পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৭ মেধাবী শিক্ষার্থী জিপিএ ৫ অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন।

পাশাপাশি সমমানের  দুই প্রতিষ্ঠানের ফলাফল সম্পুর্ন বিপরীত হওয়াতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা ও ভুমিকাকে এর জন্য দায়ী করছেন অনেকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন