উখিয়ায় যৌথ অভিযানে ২৫০ অবৈধ দোকান উচ্ছেদ

fec-image

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি খাস জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ২৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বালুখালী মরা গাছতলা এলাকায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলদাররা ব্যবসা পরিচালনা করছিল। এতে একদিকে বনাঞ্চল ধ্বংসের ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে সরকারি খাস জায়গা দখল হয়ে যাচ্ছিল।

অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, সংরক্ষিত বন দখল ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তারা।

উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

চলমান এ অভিযানকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবৈধ দোকান, উখিয়া, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন