কক্সবাজার বিমানবন্দরে কবে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু?

fec-image

সমুদ্র থেকে শুরু হওয়া রানওয়ের জন্য আলোচিত কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সরকার। তবে কবে এবং কোন গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে, তা এখনো অনিশ্চিত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এখন পর্যন্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স বা দেশীয় অপারেটর বিমানবন্দরটি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেনি। যাত্রী চাহিদা নিয়েও সংশয় রয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসাইন জানিয়েছেন, আন্তর্জাতিক চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রানওয়ে, ইমিগ্রেশন, কাস্টমস ও নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত। তবে এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে আইসিএও-র মানদণ্ড অনুযায়ী অ্যারোড্রোম সনদ পাওয়া জরুরি।

২০২১ সালে প্রকল্প হাতে নেওয়ার পর রানওয়ে ৬,৭৭৫ ফুট থেকে ৯,০০০ ফুটে বর্ধিত করা হয়েছে, যা পরবর্তীতে সমুদ্রের ভেতরে বাড়িয়ে ১০,৭০০ ফুটে নেওয়া হয়। বর্তমানে এটি দেশের দীর্ঘতম রানওয়ে। নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে।

বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০-৫০টি ফ্লাইট ওঠানামার সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এয়ারলাইন্সগুলোর আগ্রহ এখনো মেলেনি। বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, যাত্রী চাহিদা নিশ্চিত না হলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা লাভজনক নাও হতে পারে।

বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার যাত্রী কক্সবাজার বিমানবন্দর ব্যবহার করে। নতুন টার্মিনাল চালু হলে বছরে ১৮ লাখ যাত্রী সেবা নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ফ্লাইট, কক্সবাজার, বিমানবন্দর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন