কক্সবাজার হোটেল কক্ষে পর্যটকের রহস্যজনক মৃত্যু, পুলিশের হেফাজতে পাঁচজন


কক্সবাজারের হোটেল-মোটেল জোনের কলাতলীতে অতিরিক্ত মদ্যপানে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজন পুরুষ ও দুই নারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে কলাতলীর ‘হাইফেরিয়ন হোয়াইট প্যালেজ’ নামে এক হোটেলের ৪০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকেন নাম রুবেল। তিনি নওগা শীবরামপুরের লাল বরের ছেল।
স্থানীয় ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায, নওগাঁ থেকে আসা চারজন পর্যটক ওই হোটেলের কক্ষে অবস্থান করছিলেন। রাতে তাদের সাথে যুক্ত আরও দুইজন তরুণী। তারা মদ্যপান করে। এর মধ্যে রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে।
এ বিষয়ে ওই হোটেলের ম্যানেজার নাজমুল হক জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে এই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বিভিন্ন হোটেলে মাদক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।এসবের পেছনে অনেক সময় হোটেল কর্তৃপক্ষেরও যোগসাজশ থাকে। এ ঘটনাও তেমন কিনা খতিয়ে দেখা হচ্ছে।

















