কক্সবাজার-১ আসনে ৩ জনের মনোনয়নপত্র বৈধ, ২ জনের বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন করা হয়েছে।
যাচাই বাছাই শেষে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে মনোনয়ন জমা দেওয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আবদুল কাদের প্রাইমসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান।
এসময় মনোনয়নপত্রে অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
কক্সবাজার-১ আসনটি চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পেকুয়া উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটারের রয়েছে ৫ লাখ ৪০ হজার ৪৯০ জন। এর মধ্যে চকরিয়া উপজেলায় ভোটার ৩ লাখ ৯১ হাজার ৭৪০ জন, পেকুয়া উপজেলার ভোটার ১ লাখ ৪৮ হাজার ৭৫০ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯১ জন, মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯৮ জন।

















