কুতুবদিয়ায় আগুনে পুড়ে ছাই ৫ বাড়ি


কক্সবাজারের কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে ৫টি বসতভিটা। শনিবার (২০ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বড়ঘোপ ১নং ওয়ার্ডের উত্তর বড়ঘোপ গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমদ বলেন, উত্তর বড়ঘোপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি টিম কাজ করে। আগুন নেভাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। এতে পাঁচজনের ঘর পুড়ে গেছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা ও সাবেক মেম্বার হেলাল উদ্দিন জানান, শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে আরিফুল ইসলামের বাড়িতে আগুন লাগে। এ সময় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। প্রতিবেশীসহ দমকল বাহিনীর দুটি টিম আগুন নেভানোর চেষ্টা করলেও এরই মধ্যে জসীম উদ্দিন, অন্ধ রেজিয়া বেগম, দেলোয়ার হোসেন ও বেলাল উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলমসহ সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন। বড়ঘোপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে।















