কুতুবদিয়া-মহেশখালী আসনে বিএনপির প্রার্থী আলমগীর ফরিদ


নানা জল্পনা কল্পনা শেষে ঝুলে থাকা কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপি দ্বিতীয় দফার অপেক্ষমান তালিকা প্রকাশ করেছে। এতে এই আসনে বিএনপির দুইবারের নির্বাচিত সংসদ সদস্যকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়।
এ আসনে বিএনপির দু’টি গ্রুপিং সক্রিয়ভাবে প্রার্থী মনোনয়নে দাবিদার ছিল। যে কারণে প্রার্থী ঘোষনায় বিলম্ব হয়। বৃহস্পতিবার সেটার অবসান হলেও নিরুত্তাপ “মনোনয়ন” আমেজ বিরাজ করছে দুই দ্বীপ উপজেলায় ।
কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ ছালাম কুতুবী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করে বলেন, প্রার্থী যেই হোন, ধানের শীষের প্রার্থী হিসেবেই তারা কাজ করবেন। কোন বিভেদ থাকবেনা বলে মনে করেন তিনি।
















