সিঙ্গিনালায় মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে আধাবেলার সড়ক অবরোধ

fec-image

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে এর প্রতিবাদে আধাবেলার সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ অবরোধ।

জুম্মো ছাত্র জনতার ব্যানারে ডাকা হয় এ অবরোধ কর্মসুচি। এতে সংহতি দেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম নামে তিন সংগঠন।

অবরোধের শুরুতে আতঙ্ক ও ভয় ভীতি  ছড়াতে বিভিন্নস্থানে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ও চোরাগোপ্তা পিকেটিং করেছে। শহরতলীর আশপাশে কয়েকটিস্থানে সড়কে টায়ার জ্বালিয়েছে অবরোধ সমর্থকরা।

বেলা ১০ টার দিকে মাটিরাঙার বাইল্যাছড়িতে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ কেটে ফেলে রেখে ব্যারিকেড দিয়েছে অবরোধকারীরা। সেখানে একটি মোটর সাইকেলেও আগুন দেয়ার খবর পাওয়া গেছে। পিকেটিংয়ের সময় কান্টা, গুলতি ও অস্ত্র নিয়ে অবস্থান ছিলো পিকেটারদের।

নিরাপত্তার স্বার্থে পিকেটিং এলাকার দেড় কিলোমিটার আগে ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশকোচসহ বিভিন্ন পরিবহন আটকে রেখেছে পুলিশ। বাইল্যাছড়ি এলাকাটি ইউপিডিএফ অধ্যুষিত এলাকায় সেখানে বাড়তি নিরাপত্তা জোরদারের কথা বলছেন স্থানীয়রা।

জানা যায়, সড়ক অবরোধের কারণে জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও। তবে শহর কেন্দ্রীক টমটমসহ ছোট বড় হাল্কা পাতলা পরিবহন চলছে। হাট বাজারে ক্রেতা সমাগমও আছে। সাপ্তাহিক হাটের দিন হওয়ায় প্রান্তিক এলাকার কৃষকেরা উৎপাদিত বিভিন্ন কৃষি পন্য হাটে এসেছে। বেলা বাড়ার সাথে সাথে সব রুটেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরেরদিন বুধবার সদর থানায় ৩ জনকে অজ্ঞাত আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে এজাহার দেন। পরে  এ ঘটনায় চয়ন শীল নামে এক সন্দেহভাজনকে সেনা সহায়তায় আটক করে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ধর্ষণ, সড়ক অবরোধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন