খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

fec-image

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি জেলা সদরে এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে র‌্যালিটি শহরের কেন্দ্রীয় এলাকায় এসে শেষ হয়। র‌্যালিতে মহান মুক্তিযুদ্ধ, ১৯৭১ সালের বীরত্বগাথা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর অবদান প্রতীকী দৃশ্য, বর্ণনাট্য ও দেশাত্মবোধক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীম, সঙ্গে ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ। কর্মসূচিতে জেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক বাবু মংলাপ্রু মার্মা, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, বিজয় দিবসের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। “মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ”, “শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হই”, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন নাগরিক”-এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো খাগড়াছড়ি শহর।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি আমাদের স্বাধীনতা, আত্মপরিচয় ও সার্বভৌমত্বের চিরন্তন প্রতীক। শহীদ জিয়া স্মৃতি সংসদ মহান মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমিক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোতে দেশাত্মবোধক ও ঐতিহাসিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপি ও শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার নেতৃত্ববৃন্দ জিয়া স্মৃতিসৌধ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সবশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মহান বিজয় দিবস, শহীদ জিয়া স্মৃতি সংসদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন