খাগড়াছড়িতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ, কর্তৃপক্ষ উদাসীন

fec-image

খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের রামগড় অংশে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সমানে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খালখন্দে ভরা ও ভাঙা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলও অনুপোযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পরিবহন ও পথচারীরা। এতে সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে ভ্রমণকারী পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

তারা অভিযোগ করে বলেন, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন মোহাম্মদ আনোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন