খাগড়াছড়ি সীমান্তে সেনা অভিযানে সশস্ত্র দুই সন্ত্রাসী আটক, অস্ত্র ও গুলি উদ্ধার


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে দুই সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ আর্টিলারি ব্রিগেড খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের ফটিকছড়ি আর্মি ক্যাম্প পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। অভিযানে তাদের কাছ থেকে শটগান, পিস্তল, এয়ারগান, ডামি পিস্তল, বিভিন্ন ধরনের গোলাবারুদ, ধারালো অস্ত্র, ড্যাগার, বিদেশি চাকু এবং চার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনী জানায়, শান্তি ও নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
















