parbattanews

খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে ৪৮ ঘন্টার সড়ক অবরোধ

সরকার বিরোধীদের ডাকা সপ্তম দফা সড়ক অবরোধের প্রথম দিন খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে।

রবিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের সিঙ্গিনালায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপির পিকেটিং চলাকালে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের এ্যাকশনের বিপরীতে পিকেটাররা ইটপাটকেল ও গুলতি ছুড়ে পাল্টা জবাব দেয়। এ সময় পুলিশ গুলি ছুড়েছে বলে বিএনপি দাবি করলেও পুলিশ তা অস্বীকার করেছে।

এ দিকে রবিবার সন্ধ্যায় অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করে। অপরদিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে মশাল মিছিল সদর ইউনিয়ন বিএনপি।

এছাড়া সপ্তম দফা আহুত ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও মিছিল করে পিকেটিং করেছে বলে খবর পাওয়া গেছে।

খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version