খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে ৪৮ ঘন্টার সড়ক অবরোধ

fec-image

সরকার বিরোধীদের ডাকা সপ্তম দফা সড়ক অবরোধের প্রথম দিন খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে।

রবিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের সিঙ্গিনালায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপির পিকেটিং চলাকালে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের এ্যাকশনের বিপরীতে পিকেটাররা ইটপাটকেল ও গুলতি ছুড়ে পাল্টা জবাব দেয়। এ সময় পুলিশ গুলি ছুড়েছে বলে বিএনপি দাবি করলেও পুলিশ তা অস্বীকার করেছে।

এ দিকে রবিবার সন্ধ্যায় অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করে। অপরদিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে মশাল মিছিল সদর ইউনিয়ন বিএনপি।

এছাড়া সপ্তম দফা আহুত ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও মিছিল করে পিকেটিং করেছে বলে খবর পাওয়া গেছে।

খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, সড়ক অবরোধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন