খাগড়াছড়িতে মাসব্যাপী ঈদ আনন্দ ও বৈশাখী মেলা শুরু

fec-image

খাগড়াছড়ি জেলা শহরের উপজেলা মাঠে ঈদ ও নববর্ষ উপলক্ষে বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত মেলায় থাকছে, নাগরদোলা, নৌকা, ট্রেন, জাম্পিং, স্লিপার, ডলিমন মোটর-কার, ঘোড়া, ভূতের বাড়ি, দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের শতাধিক স্টলসহ প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলার প্রধানতম উদ্যোক্তা খাগড়াছড়ি যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা বলেন, হস্ত, বস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্পে প্রচার-প্রকাশ ঘটানো ও ঈদ/বৈশাখীর আনন্দ আরো বাড়িয়ে দেয়া মেলার মূল লক্ষ্য-উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মনির আহাম্মদ, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামীলীগের আফতাব উদ্দিন চৌধুরী ও শামীম আহম্মেদ চৌধুরী, খাগড়াছড়ি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম চৌধুরী এবং সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মেলার শুভ উদ্বোধন হলেও আগামী বুধবার থেকে মেলা পুরো দমে চালু হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বৈশাখী মেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন