খাগড়াছড়িতে চার সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তর

fec-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একক ইচ্ছায় প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ থেকে অনুদানপ্রাপ্ত খাগড়াছড়ির চার সাংবাদিকের হাতে সাড়ে তিন লাখ টাকা চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক ও পদাধিকারবলে জেলা পর্যায়ে অনুদান অনুমোদন কমিটির সভাপতি মো. সহিদুজ্জামান; অনুদানপ্রাপ্ত চার সাংবাদিকের হাতে স্ব স্ব চেক তুলে দেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগ, ডিডি (এলজি) নাজমুন আরা সুলতানা, ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং- চট্ট ২৮০৮)’-এর সভাপতি প্রদীপ চৌধুরী, সা. সম্পাদক সৈকত দেওয়ান, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম-সা. সম্পাদক লিটন ভট্টাচারিয়া, কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক, সদস্য শঙ্কর চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-এর প্রতিষ্ঠাতা সা. সম্পাদক কানন আচারিয়া, মানিকছড়ি প্রেসক্লাব’র সা. সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল মান্নান, ফটো সাংবাদিক নীরব চৌধুরী ও মানবজমিনের প্রতিনিধি আব্দুর রউফ।

উল্লেখ্য, জেলা পর্যায়ে নানাভাবে সমস্যাগ্রস্ত সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নিবন্ধিত সাংবাদিক ইউনিয়নের সুপারিশক্রমে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা আবেদনগুলো কল্যাণ ট্রাস্ট’র ঢাকা অফিসে প্রেরণ করেন। ওখান থেকে সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ট্রাস্টের পরিচালনা পরিষদ অনুদানের চুড়ান্ত অনুমোদন করেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, চেক হস্তান্তর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন