পানছড়িতে পথচারীদের মাঝে শরবত বিতরণ

fec-image

প্রকৃতিতে তীব্র দাবদাহ বইছে। সারাদেশের ন্যায় পাহাড়েও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই তীব্র গরমে সাধারণ মানুষের কথা চিন্তা করে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি সামাজিক সংগঠন বন্ধু মহল।

সোমবার (২৯ এপ্রিল) সকাল দশটা থেকে এই ব্যতিক্রমী আয়োজনে প্রশংসা কুড়িয়েছে সকল মহলের।

ভ্যান গাড়িতে করে পানছড়ি বাজারসহ প্রধান প্রধান সড়কে এই শরবত বিতরণ করা হয়। শ্রমজীবী, পথচারী থেকে শুরু করে সকলের হাতেই পৌঁছে দেয়া হয়েছে এক গ্লাস শরবত। তীব্র দাবদাহে এক গ্লাস ঠাণ্ডা শরবত পান করে সকলের মুখে দেখা গেছে তৃপ্তির ঢেঁকুর।

সরেজমিনে পানছড়ি বাজার এলাকায় শরবত বিতরণকালে দেখা যায় সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা।

এ ব্যাপারে বন্ধু মহলের কাছে জানতে চাইলে তারা জানান, প্রচণ্ড গরমের মাঝে এক গ্লাস শরবত নিয়ে সেবা দিতে এসেছেন তারা। গরমের তীব্রতা বেশী থাকলে সামনেও শরবত বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাথ দেব জানান, চমৎকার একটি আয়োজন। তৃষ্ণার্থ মানুষের জন্য এই সেবাটা অতি উত্তম। মহান সৃষ্টিকর্তার কাছে তিনি বন্ধু মহলের প্রতি আর্শিবাদ কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পানছড়ি, শরবত বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন