ঈদগাঁও উপজেলার ৫ ইউপি’র প্রথম নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাঁচ ইউনিয়নে প্রথম নিবার্চনে জনগণের প্রত্যক্ষ ভোটে গত ২৮ এপ্রিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হওয়ার সৌভাগ্য অর্জন করে ঈদগাঁও উপজেলার ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন, তাদের তালিকা ইউনিয়ন ভিত্তিক পর্যায়ক্রমে তুলে ধরা হল।

১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান : জনাব মাওলানা দেলোয়ার হোছাইন।

মেম্বার: (ওয়ার্ড ভিত্তিক)

১ নং: ছৈয়দ আলম
২নং: আবুল হোসাইন
৩নং: নুর মোহাম্মদ
৪ নং: মো: আলী
৫ নং: সালাহ উদ্দিন বাবুল
৬নং: শাহাব উদ্দিন
৭নং: হাবিবুর রহমান
৮নং: মো: নাছির উদ্দীন কাইছার
৯নং: মো: রফিকুল ইসলাম।

মহিলা মেম্বার :ওয়ার্ড (ভিত্তিক)
১, ২, ৩ নং: লূৎফুন্নেছা আক্তার (লূৎফা)
৪, ৫, ৬ নং: জাহেদা বেগম
৭, ৮, ৯ নং: জান্নাতুল ফেরদৌস।

২ নং পোকখালী ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান : জনাব রফিক আহমদ।

মেম্বার : (ওয়ার্ড ভিত্তিক)
১নং: কামরুল এহছান
২নং: ছৈয়দ নুর
৩নং: সালা উদ্দিন কাদের
৪নং: আজম খাঁন
৫নং: সাইফুল ইসলাম
৬নং: কাউছার উদ্দিন
৭নং: ইয়াছিন উল্লাহ
৮নং: আবদুল্লাহ বিন ছৈয়দ ছিদ্দিকী
৯নং: আমান উল্লাহ।

মহিলা মেম্বার : (ওয়ার্ড ভিত্তিক)
১, ২, ৩ নং: সাবিয়া আক্তার শেফা
৪, ৫, ৬ নং: জন্নাত আরা
৭, ৮, ৯ নং: দিল আরা বেগম।

৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান : জনাব আবদু রাজ্জাক।

মেম্বার : (ওয়ার্ড ভিত্তিক)
১ নং: নজরুল ইসলাম নুকু
২নং: নুরুল ইসলাম
৩নং: সুমন কান্তি দে
৪ নং: ওমর মিয়া
৫ নং: নুরুল আজিম (সোনা মিয়া)
৬নং: দিদারুল ইসলাম
৭নং: জুনায়েত হোসেন (জিকু)
৮নং: হাফেজ নাঈমুল ইসলাম
৯নং: জুবায়ের উল্লাহ জুয়েল।

** মহিলা মেম্বার :ওয়ার্ড (ভিত্তিক)
১, ২, ৩ নং: ফারজানা আক্তার
৪, ৫, ৬ নং: তসলিমা জান্নাত রেনু
৭, ৮, ৯ নং: সেলিনা জাহান সিদ্দিকী ।

৪ নং ঈদগাঁও ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান : জনাব সোহেল জাহান চৌধুরী ।

মেম্বার: (ওয়ার্ড ভিত্তিক)
১ নং: জয়নাল আবেদীন
২নং: বজলুর রশিদ
৩নং: আমির হোসেন
৪ নং: গিয়াস উদ্দিন
৫ নং: মাহামুদুল হাছান( মিনার)
৬নং: কামাল হোসেন
৭নং: নুরুল কবির (গম ভাই)
৮নং: বাবু পাল (ভেক্কা)
৯নং: আবদুল হাকিম ।

** মহিলা মেম্বার :ওয়ার্ড (ভিত্তিক)
১, ২,৩ নং: নুর নাহার বেগম
৪, ৫, ৬ নং: রাবেয়া খানম
৭, ৮, ৯ নং: কোহিনূর আক্তার ।

৫ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান : জনাব মো: আলমগীর তাজ জনি।

মেম্বার : (ওয়ার্ড ভিত্তিক)
১ নং: নুরুল হুদা সও:
২নং: কামাল হোসেন
৩নং: মুজিবুল ইসলাম মুজিব
৪ নং: মো: আবু ছালেহ নুর
৫ নং: সাইফুল ইসলাম
৬নং: নেজাম উদ্দিন
৭নং: কাসেম আলী
৮নং: আবু তাহের
৯নং: মোবারক হোসেন ফরাজী।

** মহিলা মেম্বার :ওয়ার্ড (ভিত্তিক)
১, ২, ৩ নং: তছলিমা আক্তার
৪, ৫, ৬ নং: রোকসানা আক্তার
৭, ৮, ৯ নং: রশিদা বেগম।

উল্লেখ্য, উপজেলার প্রথম ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করে জনগণকে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য তাদের পছন্দের যোগ্য অভিভাবক নির্বাচিত করার সুযোগ দেয়াতে জনগণ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও আগামী ২১ মে’র উপজেলা নির্বাচন ও যাতে ইউপি নির্বাচনের মত অবাধ ও সুষ্ঠু হয় সে দাবি জানিয়েছেন। যাতে তারা ইউনিয়ন পরিষদেরমত উপজেলা নির্বাচনেও যোগ্য ও জনদরদি প্রথম উপজেলা পরিষদ অভিভাবকবর্গ নির্বাচিত করতে পারেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন, ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন