রাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

fec-image

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।

এদিকে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এইবারের ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষায় রাবিপ্রবি ক্যাম্পাসসহ মোট আটটি কেন্দ্রে আট হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সুন্দর ও আনন্দমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলো।

আগামী ০৩ মে ‘বি’ ইউনিটের অধীনে দুই হাজার ৭৪৪ এবং ১০ মে ‘সি’ ইউনিটের অধীনে তিন হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আক্তার বলেন, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীর পরিক্ষাগুলো সুষ্ঠুভাবে শেষ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন