রাঙামাটির দুই উপজেলার ফলাফল ঘোষণা

fec-image

রাঙামাটির চারটি উপজেলার মধ্যে ২টি উপজেলার ফলাফল বেসরকারি ভাবে ঘোষণা করেছে রাঙামাটি জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মণির হোসেন। বুধবার (৮ মে) রাতে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে জেলার কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে শামসুদ্দোহা চৌধুরী ২৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মংসুইউ চৌধুরী পেয়েছেন ১১ হাজার ৫৭৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় লাথোয়াই মারমা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিংবাইউ মারমা ২১ হাজার ৮০৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যানি চাকমা কৃপা পেয়েছেন ১৩ হাজার ৫৬৮ ভোট।

রাঙামাটি সদরে চেয়ারম্যান পদে অন্ন সাধন চাকমা ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব চাকমা পেয়েছেন ১০ হাজার ২৯ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ কুসুম চাকমা ১১ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দয়াময় চাকমা পেয়েছেন ৫ হাজার ১১৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতা চাকমা ২০ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন ইসলাম পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট।

বৃহস্পতিবার সকালে জুরাছড়ি এবং বরকল উপজেলার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন