উপজেলা পরিষদ নির্বাচন

খাগড়াছড়িতে নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ

fec-image

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে খাগড়াছড়ির চার উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে মঙ্গলবার দুপুরে ভোটের সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্যাছড়ি ও শুকনাছড়ি নামে দুইটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারেযোগে ভোটের মালালাম ও জনবল পাঠানো হয়।

চার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৮৯৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯০টি। আজ ৩৭টি কেন্দ্রে ভোটের ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। বাকী কেন্দ্রগুলোতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপার পৌঁছানোর কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এদিকে লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলার বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়েছে।

নির্বাচনে চার স্তরের নিরাত্তার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

৪টি উপজেলায় ১৩ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও পুরুষ ও নারীসহ ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিা করছেন।

 

 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন, নির্বাচন, রাজনীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন