রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে মৃত্যু ৩

fec-image

দীর্ঘদিন তীব্র দাবদাহের পর অবশেষে রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) সকাল থেকে রাঙামাটিতে থেমে থেমে ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে।

রাঙামাটি আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা ক্যাসিনো মারমা বলেন, রাঙামাটিতে বৃহস্পতিবার ভোরে বৃষ্টিপাত শুরু হয়। তখন বৃষ্টির পরিমাণ ছিলো এক মিলিমিটার। বর্তমানে থেমে থেমে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। জেলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে টানা বৃষ্টির ফলে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, অনেকদিন পর তীব্র গরম থেকে মুক্তি মিলেছে আজ। অনেকে খুশিতে বৃষ্টির জলে নিজেকে ভিজিয়ে উল্লাসে মেতে উঠেছে।

বৃষ্টিপাত সুখকর হলেও ভারী বজ্রবিদ্যুতে জেলা শহরের সিলেট পাড়ায় একজন বৃদ্ধ এবং বাঘাইছড়ি উপজেলায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই উপজেলায় আহত হয়েছে আরও সাতজন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বজ্রপাত, বৃষ্টিপাত, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন