ঈদের দিন সুসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

fec-image

মাহে রমজানের শেষে আজ সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ঈদের দিন সুসংবাদ দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বিকেলের দিকে খুলনা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হলে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, আজকের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। শুষ্ক আবহাওয়ায় এবারের ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। তবে আবহাওয়া ঠান্ডা অবস্থায় থাকবে। ঈদের দিন তাপমাত্রার তেজ থাকবে না। আবহাওয়া সহনীয় পর্যায়ে থাকবে।

কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের দিন বিকেলের দিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায়। এতে মানুষের ঈদ আনন্দ ব্যাহত হবে না।

তিনি আরও বলেন, পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আবহাওয়ার খবর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন