parbattanews

খাগড়াছড়িতে ৩দিনের সফরে যাচ্ছেন পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্ব পর্যন্ত ৩দিনব্যাপী খাগড়াছড়ি পার্বত্য জেলায় সফর করবে।

সফর সূচিসমূূহ নিম্নরূপ:
প্রথম দিন: ২২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৬টায় বেইলী রোডস্থ বাসভবন হতে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবে। পরে রামগড় রেস্ট হাউজে উপস্থিত হবেন।
১. রামগড় উপজেলার মহামুনি বৌদ্ধ বিহার অনাথাশ্রম নির্মাণ কাজ পরিদর্শন ও রামা উপজেলার মহামুনী বৌদ্ধ বিহার ছাত্রাবাসের উদ্বোধন করবেন।২.রামগড় বাজার এলাকায় সুলতান স্মৃতি সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন
৩.রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা।
৪.রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে জিওবি’র অর্থায়নে ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রশিক্ষণ ও পরবর্তী সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ।
৫.রামগড় পাতাছড়া ইউনিয়নের কাজুবাদাম চাষ প্রকল্প পরিদর্শন
৬.গুইমারা বড়পিলাক বাজার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
৭.প্রতিবাড়ী এলাকায় কফি ও গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম উদ্বোধন,
৮.স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং গরীব-দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ;
৯.গুইমারা বটতলী মডেল পাড়া পরিদর্শন;
১০.গুইমারা যৌথ খামার জুনিয়র হাইস্কুল উদ্বোধন;
১১.গুইমারা বাইল্যাছড়ি ইউনিয়নে মাস্টার পাড়া এলাকায় তুলাচাষ প্রকল্প পরিদর্শন করবে।পরে খাগড়াছড়ি সার্কিট হাউজে রাত্রিযাপন করবে।

দ্বিতীয় দিন: ২৩ নভেম্বর (বুধবার) কার্যসূচি:

১.জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের গুগড়াছড়ি বাজার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন;
২.খাগড়াছড়ি সদর ইউনিয়নে মঙ্গারাম পাড়ায় মশলা
৩.চাষ ও মিত্র ফসল চাষ প্রকল্প পরিদর্শন পানছড়ি পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ে ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন ;
৪.পানছড়ি পুজগামুখ এলাকায় ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মার্কেট কালেকশন পয়েন্ট এর উদ্বোধন:
৫.ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত পানছড়ি সাঁওতাল পাড়া মডেল ভিলেজ পরিদর্শন ওপানছড়ি সাঁওতাল পাড়া রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন। দুপুরে পানছড়ি মায়াকাননে মধ্যাহ্ন বিরতি;
৬.পানছড়ি মোল্লাপাড়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন,
৭.পানছড়ি নালকাটায় আক্রমা মারমা এবং
কুড়াদিয়াছড়াবরেন্দ্রলাল ত্রিপুরার ইচ্ছাক্ষেত পরিদর্শন এবংখাগড়াছড়ি সার্কিট হাউজে রাত্রিযাপন করবে।

তৃতীয় দিন : ২৪ (বৃহস্পতিবার) নভেম্বর কার্যসূচিসমূহ:
১.খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে দাতকুপ্যা এলাকায় মসলা চাষ প্রকল্প পরিদর্শন।
২.পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলার জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা;
৩.খাগড়াছড়ি হতে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিবেন।

Exit mobile version