খাগড়াছড়িতে ৩দিনের সফরে যাচ্ছেন পার্বত্য মন্ত্রী

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্ব পর্যন্ত ৩দিনব্যাপী খাগড়াছড়ি পার্বত্য জেলায় সফর করবে।

সফর সূচিসমূূহ নিম্নরূপ:
প্রথম দিন: ২২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৬টায় বেইলী রোডস্থ বাসভবন হতে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবে। পরে রামগড় রেস্ট হাউজে উপস্থিত হবেন।
১. রামগড় উপজেলার মহামুনি বৌদ্ধ বিহার অনাথাশ্রম নির্মাণ কাজ পরিদর্শন ও রামা উপজেলার মহামুনী বৌদ্ধ বিহার ছাত্রাবাসের উদ্বোধন করবেন।২.রামগড় বাজার এলাকায় সুলতান স্মৃতি সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন
৩.রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা।
৪.রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে জিওবি’র অর্থায়নে ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রশিক্ষণ ও পরবর্তী সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ।
৫.রামগড় পাতাছড়া ইউনিয়নের কাজুবাদাম চাষ প্রকল্প পরিদর্শন
৬.গুইমারা বড়পিলাক বাজার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
৭.প্রতিবাড়ী এলাকায় কফি ও গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম উদ্বোধন,
৮.স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং গরীব-দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ;
৯.গুইমারা বটতলী মডেল পাড়া পরিদর্শন;
১০.গুইমারা যৌথ খামার জুনিয়র হাইস্কুল উদ্বোধন;
১১.গুইমারা বাইল্যাছড়ি ইউনিয়নে মাস্টার পাড়া এলাকায় তুলাচাষ প্রকল্প পরিদর্শন করবে।পরে খাগড়াছড়ি সার্কিট হাউজে রাত্রিযাপন করবে।

দ্বিতীয় দিন: ২৩ নভেম্বর (বুধবার) কার্যসূচি:

১.জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের গুগড়াছড়ি বাজার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন;
২.খাগড়াছড়ি সদর ইউনিয়নে মঙ্গারাম পাড়ায় মশলা
৩.চাষ ও মিত্র ফসল চাষ প্রকল্প পরিদর্শন পানছড়ি পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ে ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন ;
৪.পানছড়ি পুজগামুখ এলাকায় ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মার্কেট কালেকশন পয়েন্ট এর উদ্বোধন:
৫.ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত পানছড়ি সাঁওতাল পাড়া মডেল ভিলেজ পরিদর্শন ওপানছড়ি সাঁওতাল পাড়া রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন। দুপুরে পানছড়ি মায়াকাননে মধ্যাহ্ন বিরতি;
৬.পানছড়ি মোল্লাপাড়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন,
৭.পানছড়ি নালকাটায় আক্রমা মারমা এবং
কুড়াদিয়াছড়াবরেন্দ্রলাল ত্রিপুরার ইচ্ছাক্ষেত পরিদর্শন এবংখাগড়াছড়ি সার্কিট হাউজে রাত্রিযাপন করবে।

তৃতীয় দিন : ২৪ (বৃহস্পতিবার) নভেম্বর কার্যসূচিসমূহ:
১.খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে দাতকুপ্যা এলাকায় মসলা চাষ প্রকল্প পরিদর্শন।
২.পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলার জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা;
৩.খাগড়াছড়ি হতে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পার্বত্য মন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন