রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য আবারও কারাগারে

fec-image

বান্দরবানে গ্রেপ্তার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) মো. নুরুল হকের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মামলার দুই আসামি আসেলন চেও বম (১৯) ও ভাননুন নুয়াম বমকে (২৩) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

মামলার আইও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানচি থানার মামলায় দুই আসামিকে ২ দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামি ২ জনকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ,মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয় এবং পরে ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে আর এই ঘটনায় ৪টি মামলা দায়ের হওয়ায় পর পুলিশ অভিযান শুরু করে এই পর্যন্ত মোট ৯টি মামলায় ৭৮জন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কেএনএফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন