চকরিয়ায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


কক্সবাজারের চকরিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই এলপিজি গ্যাস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন- চকরিয়া পৌরশহরে ও বিভিন্ন জায়গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রয় করার অপরাধে হাতেনাতে হারুন অর রশীদের মো: সাইফুল ইসলাম ও মৃত শামসুল ইসলামের ছেলে সাইফুল নামক দুই ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
তিনি আরো বলেন- সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেউ এক টাকাও বেশি দামে গ্যাস বিক্রি করার সুযোগ নেই। সঠিক মূল্যের বাহিরে কোন পণ্য যদি ব্যবসায়ারীরা বিক্রি করে থাকে তাহলে সেটা দন্ডনীয় অপরাধ। বাজারে নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযান সময়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম আইনশৃংখলা রক্ষায় সার্বিক ভাবে সহযোগীতা করেন।

















