চকরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস (হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
ইউএনও বলেন- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়ন ও ঝরেপড়া রোধ করতে বিশেষ নজরদারী করার জন্য অবহিত করেন। এছাড়াও বিদ্যালয়ে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি সকল শিক্ষকদের অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশনা দেন। কোন শিক্ষার্থীর পড়াশোনায় চালিয়ে যেতে সমস্যা থাকলে তা চিহ্নিত করে স্কুলমুখী করার জন্য যা প্রয়োজন তার প্রদক্ষেপ গ্রহণ করা শিক্ষকদেরও নৈতিক দায়িত্ব।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর চৌধুরী আবদুর রহমান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দিন।

















