জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্য বিকৃত নয়, আংশিক কাটা হয়েছে: সালাহউদ্দিন আহমদ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা আংশিকভাবে উপস্থাপন করেছে একটি রাজনৈতিক দল (এনসিপি)। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, “গতকাল একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমার বক্তব্য নিয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যেখানে কিছু বিষয় তুলে ধরে আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। আমি এটাকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে স্বাগত জানাই। তারা যথেষ্ট সম্মানের সঙ্গে বক্তব্য রেখেছেন।”
সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘জুলাই যোদ্ধা’ নামে একটি সংগঠন বিএনপি ও ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছে এবং তাদের যৌক্তিক দাবি ছিল। সে দাবি বাস্তবায়নে তিনি নিজেও সোচ্চার ছিলেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ বিষয়ে সঠিকভাবে পদক্ষেপ নিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার বক্তব্যে আমি স্পষ্ট করে বলেছি, জুলাই যোদ্ধাদের নামে কিছু উশৃঙ্খল ব্যক্তি ওই দিন বিশৃঙ্খলা করেছে, যারা প্রকৃত জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত না। এসব কর্মকাণ্ডে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর হাত রয়েছে বলেই আমার বিশ্বাস। আমি বরং জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষার উদ্দেশ্যে বলেছি, যেন তাদের দোষারোপ করা না হয়।”
তিনি দাবি করেন, এনসিপি তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করেছে। “কারণ আমি স্পষ্ট বলেছি, এখানে প্রকৃত কোনো জুলাই যোদ্ধা বা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তি জড়িত থাকতে পারেন না—আমি তা বিশ্বাস করি না।”
অগ্নিকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “বিষয়টি তদন্তাধীন, এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে মনে হচ্ছে কিছু কিছু ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে—দেশে অস্থিরতা সৃষ্টি করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এতে পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? সবাই বলেছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চাই। কেউ পিআর দাবি করছে—এটাই গণতান্ত্রিক চর্চা। আর এই গণতন্ত্র রক্ষার আন্দোলনের জন্যই তো আমরা জীবন দিয়েছি।”

















