জেএসএস ও ইউপিডিএফ’র শীর্ষ ৯ নেতার ভারতে ২৫ কানি জমি কেনার গোপন নথি ফাঁস


পার্বত্যাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন জেএসএস ও ইউপিডিএফের শীর্ষ ৯ নেতা চাঁদাবাজির টাকায় ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের গুরুত্বপূর্ণ জনবহুল শহরে ২৫ কানি জমি কিনেছেন। নেতারা হলেন- সন্তু লারমা, ঊষাতন তালুকদার, শক্তিপদ ত্রিপুরা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সঞ্জীব চাকমা, বিশাল চাকমা, অংশুমান চাকমা, বিমল চাকমা ও জুপিটার চাকমা। তবে সবচেয়ে বেশি জমি কিনেছেন বিশাল চাকমা। ত্রিপুরার দুটি স্থানে তার কেনা জমির পরিমাণ ১১ কানি।
ফাঁস হওয়া নথিতে উল্লেখ করা হয়, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী নেতারা জমি কেনার ক্ষেত্রে প্রত্যেকে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে ভারতীয় নতুন নাম ও ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন। নেতাদের ভারতীয় নাম ও পিতার নাম সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ফাঁস হওয়া গোপন দলিলে।
নথিতে উল্লেখ করা হয়, জেএসএস নেতা সন্তু লারমা, যার ভারতীয় নাম ‘প্রভাত চন্দ্র সরকার’, তিনি পশ্চিমবঙ্গের কোলকাতা শহরের সুভাষ পল্লীতে ১ কানি জমি কিনেছেন।
জেএসএস (সন্তু) গ্রুপের প্রথম সারির নেতা ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, যার ভারতীয় নাম ভবেস দেব বর্মা, তিনি ত্রিপুরার আগরতলার নন্দনগরে ২ কানি জমি কিনেছেন।
জেএসএস নেতা (সন্তু) শক্তিপদ ত্রিপুরা ভারতে ‘অভীক ত্রিপুরা’ নামে ত্রিপুরার আগরতলার ভাটি অভয়নগরে ২ কানি জমি কিনেছেন।
জেএসএস (সন্তু) নেতা জ্ঞানেন্দু বিকাশ চাকমা ভারতে ‘সুদীপ সরকার’ নামে ত্রিপুরার আগরতলার নন্দনগরে ১ কানি জমি কিনেছেন।
জেএসএস (সন্তু) নেতা সঞ্জীব চাকমা ভারতে ‘অনিময় চাকমা’ নামে মিজোরামের আইজল শহরে ২ কানি জমি কিনেছেন।
জেএসএস (সন্তু) নেতা বিশাল চাকমা ভারতীয় নাম ‘সুমতি রঞ্জন চাকমা’, তিনি ত্রিপুরার কাঞ্চনপুরে ১০ কানির একটি রাবার বাগান এবং ত্রিপুরার কাঞ্চনপুরে জনশক্তি বৈদ্ধবিহারের কাছে ‘বিনয় চাকমা’ নাম ধারণ করে আরো ১ কানিসহ মোট ১১ কানি জমি কিনেছেন।
জেএসএস (সংস্কারপন্থী) গ্রুপের নেতা অংশুমান চাকমা, যার ভারতীয় নাম ‘চারু বিকাশ দেওয়ান’, তিনি ত্রিপুরার মনু ফরেস্ট অফিসের কাছে ২ কানি জমি কিনেছেন।
ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের নেতা বিমল কান্তি চাকমা, যার ভারতীয় নাম ‘রতন চৌধুরী’, তিনি ত্রিপুরার কৃষ্ণনগরে ১ কানি জমি কিনেছেন।
জেএসএস (সংস্কারপন্থী) নেতা জুপিটার চাকমা, যার ভারতীয় নাম ‘সত্য জীবন চাকমা’, তিনি পশ্চিমবঙ্গের কোলকাতায় ৩ কানি জমি কেনার তথ্য ফাঁস হয়েছে ওই গোপন দলিলে।
আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ২৮ সেপ্টেম্বর ২০২৫ ফেইসবুক পেইজে বিচ্ছিন্নতাবাদীদের দেশবিরোধী ষড়যন্ত্রের এমন গোপন নথি ফাঁস করে প্রশ্ন তুলেছেন- ‘পাশ্ববর্তী দেশে নিজ আবাস নিশ্চিত করে এবং তাঁদের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখে, যারা যুগ-যুগ ধরে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন, তাঁরা আসলে কাদের পারপাস সার্ভ করছেন?’