টেকনাফ চেকপোস্টে ১৭১ জন রোহিঙ্গা আটক


কক্সবাজারের টেকনাফের চেকপোস্টে ১৭১ জন মিয়ানমারের বাস্তুচ্যূত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবৈধভাবে চলাচলের সময় আটক করেছে এবং পরে রোহিঙ্গা প্রতিনিধিদের মাধ্যমের ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ( ৭ অক্টোবর) সারাদিন টেকনাফ যাওয়ার পথে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নির্ধারিত সীমারেখা অতিক্রম করে বিভিন্ন অজুহাতে টেকনাফ সদর ও আশপাশের এলাকায় অবাধে ঘোরাফেরার ফলে সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বিভিন্ন অজুহাতে ক্যাম্পের বাইরে গিয়ে অধিকাংশই যানবাহন চালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, জেলে এবং কাঁচামালের ব্যবসা সহ বিভিন্ন পেশার আড়ালে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে।
তাই ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখা এবং রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সকাল ১০টা হতে ৫টা পর্যন্ত দমদমিয়া চেকপোস্টের পাশাপাশি নাইট্যংপাড়া এলাকাতে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহেন্দ্র ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ১৭১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৮৮ জন, নারী ৫০ জন ও ৩৩ জন শিশু রয়েছে। পরে তাদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণ করে ক্যাম্পের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ভবিষ্যতে ক্যাম্পের বাইরে রোহিঙ্গা সদস্যদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করবে।