টেকনাফে আর্জেন্টিনার পরাজয়ের শোক সইতে না পেরে জ্ঞান হারালো এক সমর্থক

mesi-500x275

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
টেকনাফে প্রিয় দলের পরাজয়ের শোক সইতে না পেরে এক আর্জেন্টাইন সমর্থকের অজ্ঞান হয়ে পড়ার খবর পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পরও তার জ্ঞান ফিরে না আসায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আর্জেন্টাইন সর্মথক এ যুবক হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আব্দুল জলিলের ছেলে আবুল কাসেম(২৮)।

জানা যায়, টেকনাফ হাই স্কুল মাঠের দোকানদার গোদারবিল এলাকার কাসেম ৫ এপ্রিল ভোররাতে গ্রামের এক বাড়িতে আর্জেন্টিনা-চিলির মধ্যকার ফাইনাল খেলা দেখছিল। নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত ত্রিশ মিনিটে কোন দল গোল করতে না পেরে খেলা যখন ট্রাইব্রেকারে গড়ায় তখন টান টান উত্তেজনা দেখা দেয়।

শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে আর্জেন্টাইন প্লেয়ারদের গোল মিসের পর ৪-১ গোলে পরাজয়বরণ করলে কাসেম সে শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পরে। এসময় উপস্থিত লোকজন তাকে দ্রুত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতাল সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

এদিকে কাসেমের অজ্ঞান হয়ে পড়ার খবরে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন টেকনাফে আর্জেন্টাইন সমর্থকরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন