ঢাকার নির্দেশে রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান, অভিযোগ অনেক

fec-image

টেন্ডারবাজি, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

বুধবার (১৭সেপ্টেম্বর) সকালে দুদক’র রাঙামাটি জেলার উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপ-পরিচালক মো. জাহিদ কালাম জানান, রাঙামাটি জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকিয়ে চাঁদাবাজি, কর্মকর্তা কর্মচারীদের অফিসে বিলম্ব উপস্থিতি, নিয়মবর্হিভূত অনুপস্থিতিসহ বহু অভিযোগের প্রেক্ষিতে দুদকের হেড অফিস থেকে নির্দেশ দেয়া হয়েছে এখানে অভিযান পরিচালনা করার। আমরা সরেজমিনে এসে দেখেছি কর্মক্ষেত্রে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত রয়েছেন। গুরুতর অভিযোগসমূহের প্রেক্ষিতে বিভিন্ন রেকর্ডের তথ্য চেয়েছি তাদের কাছে। তবে তারা বেশিরভাগ তথ্য দাখিল করতে ব্যর্থ হয়েছেন।

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগের ব্যাপারে মো. জাহিদ কালাম বলেন, তার বিরুদ্ধে একটি ফাইল অনুসন্ধান করা হচ্ছে। এখনকার যেসব অভিযোগগুলো আসা শুরু হয়েছে আমরা সেগুলো যাচাই করবো।

তিনি আরও বলেন, জেলা পরিষদের ১৬টি বিষয়ে অভিযোগ রয়েছে। যেমন-বাজারফান্ড, হাঁস-মুরগী খামার, যুব উন্নয়ন অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, সমাজ সেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নিয়োগ বাণিজ্য, পদায়ন বাণিজ্যসহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে। রেকর্ডপত্রে যেখানে গরমিল পাওয়া যাবে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

অভিযানকালে দুদকের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযান, দুদক, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন