parbattanews

তিনদিন পর মারা গেলেন আগুনে দগ্ধ দীপংকর দাশ

অবশেষে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারের ব্যবসায়ী দীপংকর দাশ (৪০) মারা গেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি রাজস্থলী উপজেলার মহব্বত পাড়াগ্রামের মৃত অমল দাশের ছেলে।

জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে আটটায় তার নিজস্ব চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুনে দীপংকর দাশের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তবে অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর শনিবার দিবাগত রাতে মারা যান তিনি।

তার মৃত্যুতে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা অসহায় হয়ে পড়েছেন। পরিবারে মেনে এসেছে শোকের মাতম। এমনটায় জানিয়েছেন নিহতের বড় ভাই শংকর দাশ।

তিনি বলেন, রবিবার ধর্মীয় কাজ সম্পদান শেষে পারিবারিক শশানে দাহ করা হয়েছে।

Exit mobile version