থানচিতে বিজিবির শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ


বান্দরবানের থানচি উপজেলা বলিপাড়া এলাকায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ন পরিজাত চত্তরে বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি ৩শত পরিবারকে শীতবস্ত্র এবং স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা জনগণের কল্যাণে সামাজিক দায়বদ্ধ। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ বিজিবি অব্যাহত রাখবে। এর ফলে বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।”
বিতরণে সময় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, আর্টিলারি, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















